অঝোর বৃষ্টিধারা
পারমিতা ভট্টাচার্য, তারকেশ্বর, হুগলী ##
আজ রাত ভোর বৃষ্টি হোক মুষলধারে
আমি খোলা উঠোনে সারারাত ভিজে
হবো না হয় কোনো এক কবির কল্পনা
খোলা চুলে ,সিক্ত বসনে, একাকী ,আনমনা।
জানি এর নেই কোনো পরিণাম
আমার এই একতরফের ভালোবাসার,
তবু মনের যত গ্লানি পড়ুক মাটিতে ঝরে
কাটিয়ে দেব বাকিটা জীবন তোমায় বুকে ধরে।
কেনো?কেনো ভাবি এতশত?
বৃষ্টির জল গায়ে মেখে
আমি অঝোর ধারায় কাঁদতে চাই,
প্রবল ধারায় সিক্ত হয়ে, তোমারই প্রেমের বার্তা পাই।
যেমন করে একটি চাতক বৃষ্টিকে চায়,
যেমন করে একটি গাছ বৃষ্টিস্নাত হয়,
আমিও তোমায় মেখে, হবো না হয় বাঁধনহারা,
তুমিই আমার প্রথম প্রেম,অঝোর বৃষ্টিধারা।