অতীতের পাতা সততই সদর্থক  

      পার্থ সরকার ##

অতীতের পাতা সততই সদর্থক

তবে কোন পরিচ্ছদ

আধুনিক  ব্যর্থ যাঁতাকলে ?

অদ্য শেষ রজনী বলে

লিফলেট ফেলে যায় ভাইরাস

নেমপ্লেটে ঘষামাজার কাচ

নেমে পড়ে

রাত্রি থেকে

ব্যস্তবাগীশ সহযাত্রী

পদাতিক চরণ থেকে

কিন্তু, তাতে রাত্রির ব্যবধান কত বাড়ল ?

অল্প তেলে ভেজে যায় মাছ তিরন্দাজ

মেঘে মেঘে বেলা হয়

বেশ ভিড় একলা গলিতে অনূঢ় -অনূঢ়ার 

এক দুঃখী বৃষ্টি পড়ে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

14 − eleven =