আবার মিলিত হবো
সুদীপ্ত বন্দ্যোপাধ্যায়, কলকাতা ##
নিটোল রাত্রির নিচে বেদুইন হাওয়া
তর্জনী ধরেছে চেপে ছেঁড়া তমসুক,
ফুলের শরীর ছুঁয়ে করে আসা যাওয়া
সুরেলা কোকিল চিরে দেখিয়েছে বুক,
চৈত্রের গাজন লেখে ভীষণ অসুখ।
শান্ত নদীর ঢেউ ভোলে নৌকো বাওয়া
পলাশে শিমূলে ঋতু থাকে জাগরুক।
তমাল তরুর মুলে ডাকে সুখ পাখি
চাঁদের খিলান খুলে তারাদের ডাকো,
এমন দুর্দিনে থাকো মানুষের পাশে
জোছনা বিছানো ফুলে ফুলদানি ঢাকো,
জীবন গুছিয়ে রাখো এই মধুমাসে
নদী-নাভিচক্র মাঝে বাসুকিকে রাখো,
আবার মিলিত হবো রাধাময়ী রাসে।।