আমার দুর্গা আজ অসহায়

বটু কৃষ্ণ হালদার ##

তোমার দুর্গা, বিশ্রাম নেয় সোনা বাঁধানো খাটে

আমার দুর্গা ফিরছে বাড়ি, রক্ত পায়ে হেঁটে।

তোমার দুর্গা পাত পেড়ে খায়, সরু চালের ভাত

আমার দুর্গা ক্লান্ত হয়ে, রাস্তায় কুপোকাত।

তোমার দুর্গা বায়না ধরে, হাতে অ্যান্ড্রয়েড ফোন

আমার দুর্গা ঘরে ফিরে, কোয়ারেন্টাইন হোম।

তোমার দুর্গার নতুন জামায়, সেজেছে পরিপাটি

আমার দুর্গা ভিক্ষা করে, হাতে ভাঙ্গা বাটি।

তোমার দুর্গা এসিতে থাকে, স্বপ্নে পূর্ণিমার চাঁদ

আমার দুর্গার বাড়ির পাশে, ভেঙেছে নদীর বাঁধ।

তোমার দুর্গার চলার পথে, পিছু নেয় সারা পাড়া

আমার দুর্গা বিনা দোষ, সংসারের লক্ষ্মীছাড়া।

তোমার দুর্গার ছাতনা তলায় বাজে সানাই বাঁশি

আমার দুর্গা পণ প্রথায়, দুই বেলা হয় ফাঁসি।

তোমার দুর্গার সুখ স্বপনে, বছর ভর পৌষ মাস

আমার দুর্গার আশ্বিনেতে, নিদারুণ সর্বনাশ।

তোমার দুর্গা না চাইতেই, রয়েছে দুধে-ভাতে

আমার দুর্গা জীবনযুদ্ধে, মরছে অপঘাতে।

তোমার দুর্গা প্লেনে চড়ে, মাটিতে পড়ে না পা

আমার দুর্গা রাস্তাঘাটে, হারিয়েছে তার মা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

16 − 16 =