আয়ু-পরমায়ু

তাপস কুমার মুখোপাধ্যায় ##

আয়ু শেষে যদি কভু বাঁচেরে জীবন

সে জীবনে পরমায়ু আছে বিলক্ষণ|

আয়ু-পরমায়ু সদা রয়ে যায় দন্দ্ব

জীবন-যাপনে তাই থাকে ভালো মন্দ|

হেথা হোথা আয়ু বলে, “আমিই রে ঠিক”

পরমায়ু রেগে বলে “ধিক তোরে ধিক”|

আয়ু নিঃশেষে প্রাণ যায় পরপারে

পরমায়ু আশীষে সে আসে ফিরেফিরে|

পরমায়ু জোরে যদি প্রাণ বাঁচে ভাই,

জীবন আনন্দে করে মৃত্যুরে বাই-বাই|

আয়ু-পরমায়ু খেলায় প্রাণ ধুক-পুক

হৃদযন্ত্রেই লেখা জীবনের সুখ-দুখ|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nineteen + two =