আলো
অর্ণব রায়, বনহুগলী, কলকাতা
এখনো কি অনেকটা সময় বাকি নেই ?
আরো কয়েক হাজার বার আমি নতুন সূর্য দেখবো,
পাহাড়ের গা ঘেঁষে আলোনেমে আসে
জলের কোল ছুঁয়ে আলো
আহা!
বিকেলের সোনালি আলো
পৃথিবীর সূর্যের মায়াবী আলো দেখে দেখে আমি
অদ্ভুত অবাক হয়ে যাবো এবং
আরো কবিতা লিখবো।
সে সব কবিতা , দেখো
ঠিক ঐ আলোর মতন
তীক্ষ্ণ, নরম, বিস্তীর্ণ ডানার মতন
কেমন আশ্চর্য স্নিগ্ধতার ভান করে নেমেএসে
নিশ্চিত কঠিন হাতে সাবলীল
অন্ধকারের বর্ম যাবতীয় ভেঙে দেবে—
আমার কবিতাগুলো
ঠিক একই রকম মোহনীয় এবং শক্তিমান হবে।