আশা

আশিক ফয়সাল ## 

অন্ধকারে বদ্ধ ঘরে পায়ে অগ্নি বেড়ি 

রাত পোহানোর হয়নি সময় !!, এখনো খুব দেরি ?

আঁধার কালো অমানিশায় আসমানে মেঘ হেরি

নিশির শেষে দিবা কি নয় !!, আসবে নিশি ফেরি ?

ঘোর কালো রাত কালো হলো এলো কালবৈশাখী

দিনের আলোর দিব্য লাভে দিশেহারা আঁখি ।

এমন সময় আলোর দিশা মন পেলো হঠাৎই

মসজিদে ঐ দিচ্ছে আজান মুয়াজ্জিনে হাঁকি

ঘুচবে আঁধার ফুটবে আলো উঠবে পাখি ডাকি 

কাটবে আঁধার সকাল হতে নেই তো বেশী বাকি ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

14 − 9 =