আয় খোকারা আয় খুকিরা
দীপ কুমার
আয় খোকারা আয় খুকিরা
চাঁদের বাড়ি যাই
চাঁদের বুড়ির মজার গল্প
শুনতে সবাই চাই
পরির ডানায় উড়ব সবাই
ভাসবো মেঘের ভেলায়
কাটবে গো দিন আনন্দে তে
হাসবো সারা বেলায়
আলাউদ্দিনের দৈত্য প্রদীপ
চাঁদের বুড়ির হাতে
দেখতে পাব ভেলকি নানান
থাকবো যদি সাথে।।