আয় বৃষ্টি ফিরে
বটুকৃষ্ণ হালদার, কলকাতা
##
ওরে বন্ধু জীবন সাথী আয় ফিরে আয় ঘরে
তুই যে আমার বৃষ্টি রানী রাঙা মাটির পরে”
মুখখানি তোর লুকিয়ে রাখিস কিসের অভিমান?
তুই না এলে তুলবে চাষী গোলায় পেlড়া ধান”
একে একে যাচ্ছে ফিরে যাদের আয়ু অল্প
খাপরার চাল হচ্ছে খালি শুনে যা সেই গল্প ”
জল জোয়ারে শূণ্য উনূন শিশুর শুকনো মুখ
অশ্রুধারায় চলছে ভিজে শূন্য মায়ের বুক ”
কদমতলা অভিমানী দেখা দেয়নি কালা
মনের কথা বলবে কারে বুকের ভেতর জ্বালা
পথের পথিক যায়নি হাটে ফিরছে অভিমানে
উষ্ণ বায়ুর ভীষণ দাপট ক্লান্তি মনও প্রাণে”
পাহাড়েরের চূড়া হতে খেলিস কেনো খেলা
মাঠ ঘাট ভরিয়ে দে তুই ভাসবে রঙিন ভেলা ”