ঈশ্বর দূত
বদ্রীনাথ পাল, গৌরাংডি, পুরুলিয়া ##
“ঈশ্বর দূত”হাজির হলেন এবার বেথলেহেমে-
মেরীর কোলটি আলো করে তিনি এলেন ধরায় নেমে।
আস্তাবলের আঁধার ঘরেতে জ্বললো চাঁদের আলো-
এলেন তিনি শেষ করে দিতে বিশ্বের যতো কালো।
যাঁর আশীষে মুক ফিরে পাবে মুখে তার পুনঃ ভাষা-
দীন-অভাগার মিঠে যাবে ক্রমে মনের লালিত আশা !
কে-ই বা জানতো,কে-ই বা চিনতো,কে এই বিরাট শিশু-
কালক্রমে হবেন তিনি বরাভয় দাতা “যিশু” !
ক্ষুদ্র হয়েও বিরাট যিনি, যায় না তো তাঁকে ধরা,
যাঁর পরশে প্রাণ ফিরে পায় গত সেদিনের মরা !
আশীষ যে তাঁর ছড়িয়ে রয়েছে বিশ্ব ভুবন জুড়ে,
তাইতো আসন পাতা আছে তাঁর সবার হৃদয় পুরে।
মরতে হয়েছে তবুও তো তাঁকে শত অবিচার সয়ে,
হারিয়ে যান নি তবুও সে জন, গেছেন হৃদয়ে রয়ে।
প্রমাণ তিন করেছেন আহা, “সত্য” যে চিরস্থায়ী-
হানা হোক যতো কুঠার, তবুও সে-ই তো অমৃতময়ী।