উড়ো গুঁড়ো বাসা
মঞ্জিমা গাঙ্গুলী, শান্তিনিকেতন
নিপাতন বা অন্য কোনো সমস্যা নেই
বাবুই রোজ উড়ে বসে হাওয়ায়
মিহি পড়ে যায় চিতল পিঠের নোনা
উড়ো গুঁড়ো সেই বাসায় জোনাই পোড়ে।
অনেক জমজ ঘুমের আসর বসে
মধ্যযামের নিশিডাকা আলো আঁতকে পড়ে
নিভে যাবে সব মন-ভালো-করা চোখ
ঝগড়াঝাঁটি কেমন করে বা হবে
উড়ো গুঁড়ো সেই বাসায় মোহ ভেসে ভেসে যায়।
ময়ূরাক্ষী তুমি আমাকে ভুল বুঝিয়েছো
আসলে কখনো বাবুই ছিল না সে
তার মন ছিল কাঙালের ভুখের মতোন
উড়ো গুঁড়ো কোনো বাসা সে বাঁধে নি
তার মনে একতারার একটি সুর নেই।