একতা
প্রবীর রায়, হিলি, দক্ষিন দিনাজপুর
##
স্বাধীন ক্ষণে সমাজ রক্ষাই সচেতন হও মানুষ
সমাজ-চারপাশ ধর্ম-জাতির নিয়ম বন্টন ফানুশ
সকলে বলে জীবন বইছে মন্দ পথের দিকে
এ সমস্যার বাস্তব কারণ মানুষের হৃদ ফিকে
কেহ বলেন অর্থই কারণ কেউবা রীতির ধারা
সবের মাঝে ঠাঁই ঘাতকের বিভেদ হানে কারা ?
কেউবা মানে ঋষির বানী যারা গড়ে নিয়ম
গণতন্ত্র সমাজ দ্বারে ত্রুটি-সৃষ্টির ভ্রম
সমাজে আজ ফাটল ধরে রাজনীতিরই যুদ্ধে
ভেদাভেদ আজ শীর্ষে ওঠে “হার মেনেছে বুদ্ধে”
প্রজাতন্ত্রের স্বাধীন রাষ্ট্রে অধিকার আজ সমান
বোকা মানুষ দুর্বল ভাবে “নিজেই নিজের গোলাম”
যুব সমাজ ভীতু কণ্ঠ “স্ব কে ভাবেন দোষী”
ভরসা’ পাল্লায় স্বয়ং নিজই ব্যর্থ-নিরাশ উপোষী
বিবেক মস্তক উঁচু রাখতে “আত্মনির্ভর আগে”
সকল বাধার সৃষ্টি শুরুই বিনাশে ভীত লাগে
সাম্প্রদায়িক পরম্পরায় মানুষ ফেঁসে ভ্রান্ত
ভবিষ্যৎ আজ দায়িত্বহীন “বিপদে সব প্রান্ত”
পাবার আশায় অন্যে ভোলে ইচ্ছা নিজের জন্য
আত্মা নির্জর স্বতন্ত্র দ্বার “রীতিই মানব বন্য”।।