এবার বিদায় নে
তাপস কুমার মুখোপাধ্যায় ##
বাইরে করোনা, ভেতরে ‘মরোনা’
যাই কোথা ভাই বল ,
ঝুলছে তালা আপিসগুলোয়
এ নাকি ঘরে থাকার ছল।
কাজের মাসি জবাব দিছে
আসবে না সে কাজে,
সকল কাজ মিনসে ঘাড়ে
গিন্নী শয্যা মাঝে।
দোকান-বাজার, রান্না-বান্নায়
মিনসে যে জেরবার ,
তবু গিন্নী দোষ খুঁজে খুঁজে
করে পরিত্রাহী চীৎকার ।
গিন্নীর জ্বলছে গা, পুড়ছে গা,
তার মিনসে চক্ষুশূলে ,
কেনরে বিরাম কাজের ফাঁকে
মিনসে, বিদ্ধ বাক্যহূলে।
দোহাই করোনা অনেক হল
এবার বিদায় নে,
জীবনটাকে আবার গোছাই
একটু সুযোগ দে।