এ অর্থের উৎস কোথায়?
পলাশ মুখোপাধ্যায় ##
গত ১৫ বছরে অজ্ঞাত উৎস থেকে দেশের প্রধান রাজনৈতিক দলগুলো পেয়েছে বিপুল পরিমাণ অর্থ। দল চালাতে ভারতের সব রাজনৈতিক দলই বিভিন্ন সংস্থা ও ব্যক্তির কাছ থেকে নানাভাবে চাঁদা নেয়। তবে রাজনৈতিক দলগুলো যদি ২০ হাজার টাকার উপরে চাঁদা তোলে, তবে কোথা থেকে অর্থ পাচ্ছে তা আয়কর কর্তৃপক্ষকে জানানো বাধ্যতামূলক। এসোসিয়েশন অব ডেমোক্রেটিক রিফর্মস (এডিআর) নির্বাচন কমিশনে দেশটির ৭টি জাতীয় রাজনৈতিক দলের দেওয়া তথ্য বিশ্লেষণ করে জানিয়েছে, ২০০৪ থেকে ২০১৯ সাল পর্যন্ত ভারতের প্রধান রাজনৈতিক দলগুলো অজ্ঞাত উৎস থেকে ১১,২৩৪ কোটি টাকা তুলেছে। জাতীয় রাজনৈতিক দলগুলোর এই তালিকায় রয়েছে বিজেপি, কংগ্রেস, তৃণমূল কংগ্রেস, সিপিআই(এম), এনসিপি, বহুজন সমাজ পার্টি ও সিপিআই। নির্বাচন কমিশনে দেওয়া তথ্য অনুযায়ী মায়াবতীর বহুজন সমাজ পার্টি কুপন, ইলেকটোরাল বন্ড বা অজ্ঞাত উৎস থেকে কোনও চাঁদা গ্রহণ করেনি। তবে অন্য জাতীয় দলগুলো গত পনের বছরে নিয়েছে ১১,২৩৪.১২ কোটি টাকা। অজ্ঞাত উৎস থেকে বিজেপির নেওয়া চাঁদার পরিমাণ ১,৬১২.০৪ কোটি টাকা।