কবি ও ভিখারী
বিশ্বজিৎ রায় ##
কবি
জাগিলাম আজি, বসন্ত প্রভাতে,
শিহরণ একি লাগি, মত্ততা জাগে।
দূরে ওই তরুবনে, কোকিলের গান,
শাখায় শাখায় বয়, মুকুলের ঘ্রাণ।
ফুলে ফুলে বসিয়াছে, যত মধুকর,
মধু আহরণ লাগি, দেখো তৎপর ।
সবুজের সমারোহে, যত তরুদল,
নাচি উঠি হিল্লোলে, হয়েছে পাগল।
পলাশের ফুলেতে , আবিরের ছায়া,
বসন্ত সেজেছে আজ, লজ্জিতা জায়া।
মৃদু বায়ু বয়ে চলে, রক্তিম আভাতে,
ধরণী-
ষোড়শী রূপসী যেন, নব সাজে কায়াতে।
ভিখারী
যা আসে দৃশ্যপটে
আমি দেখি সবি,
তুমি যে ভিন্ন দেখো
তাই তুমি কবি।
যে সত্যের নিত্য আনাগোনা
হেরি দিবা রাতি,
কাব্য আসে না মনে
মিছে লাগে সবি।
কবি, গরিবের ঝুপড়িতে
হয় না সে প্রভাত,
চাই না বসন্ত আজি
শুধু চাই দুটো ভাত।