কলকাতা আছে কলকাতাতেই
শ্যামলী গুহরায় ##
ভগ্ন সেতু, ভগ্ন স্বাস্থ্য
ভগ্ন ভাবনা-চিন্তা
আকাশ রঙে রাঙিয়ে পাঁচিল
মন্ত্রী নাচেন ধিন্ তা
মানুষের প্রাণ মোচার খোলে
দুলছে অহোরাত্র
টুপ করে কবে ডুব দেবে তারা
ভাবনা যত্রতত্র
বিদেশ, বিভুঁই শান্তি বার্তা
কর্মে বিষম ব্যস্ত —
ঘরের ছেলে পুলের নিচে
মায়ের প্রাণ ত্রস্ত —
ফাঁকির কাজে ব্যস্ত যন্ত্রী
দোষারোপের পালা
কেন্দ্র রাজ্য গলাগলি
শ্রবণ ঝালাপালা
মরছে মানুষ দিকে দিকে
ব্ন্যা থেকে সেতু
ভাঙছে বাঁধের জোড় কলম
আর ব্রিজের শক্ত ধাতু
তবুও আমরা ঘুমিয়ে আছি
ঘুমোব চারবেলা–
কারণ আমরা নেশায় থাকি
সদাশিবের চেলা।।