কান্ড দেখে
বদ্রীনাথ পাল, পুরুলিয়া ##
ভেজালেতে দেশ ছেয়েছে, আসল এখন মেকি–
নকলেতেই ঘোরায় ছড়ি দিন রাত্তির দেখি !
চালে ভেজাল, ডালে ভেজাল, ভেজাল তেলে জলে–
চেনা এখন দায় যে ভীষন আসলে-নকলে।
হাসপাতালে ওষুধ ভেজাল, শিক্ষা বিদ্যালয়ে,
নেতার মুখে ভেজাল বাণী মেলায় ছয়ে নয়ে।
খাওয়া পরা সবখানেতেই ভেজাল গেছে মিশে-
ভেবে কিছু হচ্ছে না ফল, শোধরাবে সে কিসে !!
কান্ড দেখে এইসবের-ই সন্দ জাগে মনে–
লোকালয়ে আছি,নাকি আছি সবাই বনে !
আমরা মানুষ না অমানুষ ভেবেই হলাম সারা-
খুঁজে তবু পেলাম না হায়, “মানুষ” এখন কারা !!