করোনা ত্রাস
তাপস কুমার মুখোপাধ্যায় ##
মেড ইন চায়না, খুকু করে বায়না,
চাই তার দম দেওয়া শুধু চীনা খেলনা|
ও বাড়ির ডলি পলি রোজ আনে ঐ সব,
খুঁজে আনে তার বাবা মজার পুতুল সব|
রাশি রাশি দামী গাড়ি রিমোটে তে চলে যা
হেথা হোথা খুঁজে ফিরি কোথাও মেলেনা তা|
আপিসের বড় বাবু বলে ওহে সাবধান
মেড ইন চায়নায় রাখো বড় ব্যবধান|
শঙ্কায় শঙ্কিত দুরু দুরু করে বুক ,
চিনামালে কেন-রে সরাবো মোদের মুখ?
দম দেওয়া কল সব নেই আর বাজারে
মিলত সহজে যা হাজারে হাজারে|
দোকানি বলল দাদা এসব আর খুঁজোনা
চীন থেকে ছড়িয়েছে ভাইরাস করোনা|
বিশ্বকে হিলিয়ে দিয়েছে এ ভাইরাস,
জনপদে তাই আজ কোরোনাই মহাত্রাস|
সাবধানে থাকো দাদা অবহেলা কোরোনা
হাঁচি কাশি হলে দেখো যেনো তা ছড়ায়না
নাক মুখ চাপা থাক মাস্ক পরিধানে,
করোনাকে বিদায় দিতে থেকো সব সাবধানে|