চিত্রকল্পের ভিতরে
সুকুমার হালদার, কলকাতা ##
চঞ্চল সব চিন্তা
ঘিরে থাকে শান্ত নদীকে
সময়ের সামনে ও পিছনে
চলছে অনন্ত চিত্রকল্পের আঁকি বুঁকি
অপেক্ষা
প্রেম
তোমার ঠোঁট
পেঁজা পেঁজা মেঘ,আর সর্বস্ব
দৃশ্যমান হয়ে ওঠে অদৃশ্যের মধ্যে
হাওয়ায় লঘু হয়ে যাওয়া অহং
কোণঠাসা প্রহর
পূর্ব জন্মের ফেলে আসা প্রতিধ্বনি
সৃষ্টির সব বাণী
নাড়া দ্যায় তোমার একান্ত জগতকে
তুমি এক রঙের মতো
চঞ্চল রোদ্দুর থেকে বেরিয়ে এসে
গতির চেয়েও দ্রুততর কর চিন্তাকে
নিবিড় আলো তোমার মুখে
বৌদ্ধশাস্ত্রের মতো শান্ত তোমার স্বর
জীবন আবার ঝলমল করে ওঠে
একটা চিত্রকল্প ঢুকে যায়
অন্য একটা চিত্রকল্পে