ছদ্মবেশের ধ্বংস বীজ
জয়জিৎ রীত, বারুইপুর, দক্ষিণ ২৪পরগণা
##
শত্রু যখন সামনে আসে যুদ্ধ অনিবার
ঢাল -তলোয়ার ,পেন -খাতা ,শব্দ -বিনিময়।
বুকের ভেতর আগুন জ্বলে
ঢেলে সাজায় বিদ্রোহ খানিক মিছিলের জয়গানে।
আধার আলোর লাইট সাইন্ড
খানিক হারায় খানিক পায়।
অবশেষে উড়ায় সাদা বকের ডানার অজুহাতে
আলোর বাসার লকার রুমে গচ্ছিত সব রত্ন ধন ।
শত্রু যখন রক্তে মেশে যুদ্ধ কেমন আঁশটে পনা
ভয়াল ভয়াল বাক্য ঝড়ে হৃদয় মাঝে রক্তপাত।
মনুষ্যত্ব এর তোলায় যখন অর্থনীতি র কাঁটা ঘোরে
স্বৈরাচারের চরম সীমা লাফিয়ে লাফিয়ে আকাশ ছোঁয়।
শকুন বসে আড়ার চালে আগুন মুখের বিদ্রূপে
ভাত চালের এতই দাম ধুলোয় গড়ায় জন-মানুষ।
অক্ষমতা ,বর্বরতা কেমন যেন এপিট ওপিঠ
মন্দ জ্বরের তাপমাত্রায় পুড়ছে কত ফিলামেন্ট ।
উড়বে কি আর শঙ্খচিল?
আবহাওয়ার দামাল গ্রাসে ।
স্বপ্ন গুলো ঈলের শকে কেমন যেন ছন্দ ছাড়া
আগামীর প্রত্যাশাতে ধ্বংস বীজের উদ্গীরণ।