ছায়ানীড়

অশোক দাশ  ##

দিনের আলো নিভে গেলে দিগন্ত হয় রাঙা,

রাতের  আকাশে সরলে মেঘ ফোটে হাজার তারা ।

জীবন  যখন  রেসের  ঘোড়া ছোটে দুরন্ত বেগে ,

সবাই  তখন  যত্নে  রাখে  জীবন  বাজি   রেখে ।

এই   পৃথিবীর  পান্থশালায়  থাকবে   যতক্ষণ ,

অবসর  নেই  জীবনে,রক্ত- ঘাম নিংড়ে নেবে সর্বক্ষণ ।

কর্তব্যের কঠিন চাপে যতই হবে শ্রান্ত- ক্লান্ত,

দায়িত্বের বোঝার ভারে মনে হবে সবই কি ভ্রান্ত!

ফলের  আশা  না করে যদি লাগাও কচি কিশলয়,

ছায়ানীড়ে  জুড়াবে প্রান থাকবে না মনে সংশয় ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

13 + eight =