ছায়া সরে গেলে
রূপায়ণ ঘোষ, শান্তিনিকেতন, বীরভূম ##
ছায়া সরে গেছে অন্ধকার থেকে
রাত্রির গন্ধ বেছে বেছে এখন শুধু ইপ্সিত হরণের গল্প-
বিমর্ষ মানুষের স্বপ্নে অগণ্য পৃথিবী এসে জড়ো হয়
জারিত চারণভূমি ছেড়ে যাওয়া বিলুপ্ত পাখিদের ডিম
শিহরিত ওমের জন্য একদিন মুখর সঙ্গী চিনে নেয়।
ক্রমশ অন্ধকার লাল হলে
উষ্ণ পালক ঘোরে আকাশে আকাশে
জাগর স্রোতের কাছে লগ্ন ব্যথারা হারায়।
অস্বচ্ছ পাদদেশ থেকে স্তব্ধ স্থাপত্য সরে গেলে
হরণের বিষণ্ণ কাহিনি ভাসে-
অসংখ্য উজ্জ্বল তরঙ্গ এখানে, হৃদয়ের জরা থেকে বিপন্ন চাদর বোনে
অগণন নির্বাক মানুষেরা হ্লাদিত দেহের আভাসে
স্বপ্নের বাঙ্ময় ভূমিতে গড়ায়…