জরুরি ব্রিজ

তৈমুর খান, বীরভূম  

 

একটা ব্রিজ তৈরি করছি

ইঁটের বদলে শব্দ, শব্দে শব্দে বাক্যের দেয়াল

বিশেষণ ক্রিয়াপদ সিমেন্ট ও বালি

 

জরুরি ব্রিজ তাই আমিও ভীষণ পরিশ্রমী

নবজন্ম, পুরোনো জন্ম সবাই পার হবে

এপারে ওপারে কত নিষিদ্ধ আনাগোনা

অন্ধকার হয়ে যাচ্ছে বলে

সকলেরই তাড়া জেগে ওঠে

 

মাঝখানে কালপ্রবাহের স্রোত

ভাসিয়ে নিয়ে বয়ে যাচ্ছে যুগ

কত কত পাতক-পাতকীর হৃদয় –

সবই তো হৃদয় তবু!

আহা! উষ্ণ নরম প্রগলভ শীতল…

কামোদ্রেক ফুলের গন্ধে তাদেরও শোভিত পুলক জেগে ওঠে

অথবা বিনিদ্র কষ্টের রাত

 

জরুরি ব্রিজ তাই আলো-আঁধারের জমাট অনুভূতি

সংকেতে সততায় ঘেরা তার বোধের দেয়াল

দীর্ঘশ্বাস পার হবে, হাসিখুশি অথবা সাহসী

নীলিমার ঘোরে কেউ নীরব বনশ্রী

কেউ ভোর প্রীতির সাম্রাজ্ঞী

কেউ বিনম্র মায়াময়ী

 

এপার ওপার যদি একাকার হয়

ঈশ্বর ও নিরীশ্বর এসে হাত ধরে

বলো তবে কী চায় আর এই পৃথিবীতে!

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ten − one =