জীবনের শেষ কটা দিন
সোমনাথ সাহা, দুর্গানগর, কলকাতা ##
‘ Our sweetest songs are those
That tell of saddest thought’
Skylark
জীর্ণ শরীরে শয্যারত আমি
শীতল রক্তবাহিনী আজ আমার মতোই অচল।
বাঁচার কোনো অবকাশ নেই,
জানার কোনো ইচ্ছা নেই আর।
ওই দেখ মৃত্যুচিতা দাঁড়িয়ে আছে অধীর হয়ে।
তারাও অস্থির, তারাও আমার অপেক্ষায় ক্লান্ত।
এবার আমায় যেতেই হবে…..
আর দেখা হবেনা বসন্তের বিকেল,
দেখা হবেনা ভোরের আলো।
এক গভীর নিদ্রা আমায় হাত ছানি দিয়ে ডাকে।
তারা চোখের দুটি পলক মিলিয়ে দিতে চায় এক শান্ত সরলরেখায়।
তারাও কেমন জানি চঞ্চল,
তারাও আজ অস্থির।
এইবার বুঝি যাওয়ার সময় এলো।
কিন্তু, আর জানা হবেনা নতুন করে তোমায়,
জানা হবে না তোমার গালের কাছে সেই তিলটি আমায় কি বলতে চেয়েছিল।
হৃদয় তে আর স্পন্দনেরা আসতে চায়না
হঠাৎ করেই থেমে যেতে চায় তবুও পারে না।
হৃদয় থেকে ছুটি নেওয়ার ব্যকুলতায় ,
তারাও আজ ছটপট করে
চিৎকার করে আত্মস্বরে।
যাওয়ার সময় চলেই এলো তাহলে।
তবে, বকুল কে আর তো ছুঁতে পারবোনা নতুন করে।
ছুঁতে পারবোনা তোমার কায়ার গোপন ঘরে।
চিতাকাঠে জ্বলবে এবার
অনুশোচনার তীব্র আগুন।
সেই আগুনে পুড়ে ছাই হবো।
তবে কি জানো ? মরে যেতে আমি চাইনা
তবুও আমায় যেতে হবে।
জীবনের এই শেষ কটা দিনে এসে আমিও তো আজ ক্লান্ত,
আমিও অস্থির।
চলে যেতে হবে এক অন্য জগতে
প্রশ্নরা সব প্রশ্ন করবে,
উত্তরেরা হবে বধির।