টিং টুং ট্যাঙ
মহাদেব মণ্ডল
ব্যাঙ
******
টিং টুং ট্যাঙ
বড়ো কলা ব্যাঙ
ডাকছে ঘ্যাঙর ঘ্যাঙ।
টিং টুং ট্যাঙ
মারছো কেন ব্যাঙ
ভারসাম্য নষ্ট হবে
মারলে মরলে ব্যাঙ।
ঘটনা
——–
বাঘের মুখে কামড়ে দিল
একটা হেড়ো কাঁকড়া
ডিঙির থেকে মরল হেসে
পাখিরালার ঝাঁকড়া।
কামড়ে কাঁকড়া কামড়িয়ে সে
বাঘ করল জব্দ
মাছরাঙারা মাছমারারা মরল হেসে
ফেটে পড়ল শব্দ।
রাম ছাগল
—————
চার ইয়ারে পুকুর ধারে
খেলছিল তাস
সাবাস সাবাস!
দখিন হাওয়ায় চাওয়া পাওয়ায়
দুলছিল ঘাস।
মুড়িওলা পথে চলা
লোকজন আরো
তাসের নেশা বড়ই নেশা
হুঁশ নেই কারো।
ফাঁকতাল বুঝে ছেঁড়া খুঁজে
এক রাম ছাগলে
মুড়ি মেরে দাড়ি নেড়ে
পালায় পা গোলে।