তবু অন্যভাবে
সুজিত কুমার পাল, লাভপুর, বীরভূম
পেরোতে পারিনি চৌকাঠ,রঙিন জলের স্রোতে মেশেনি নরম মাদকতা।
মন খারাপের অনুচ্ছেদে আর্দ্র বিষাদ।
বৃষ্টিতে ভেসে যায় আসমান ভাবনারা…..
মেঘের ভাঁজে আর স্বপ্ন খোঁজে না মন,
ছিঁড়ে ছিঁড়ে ঝরে পড়ে স্মৃতির কোলাজ।
নদীপাড়ে চায়ের দোকান নির্জন।।
নোনা বাতাস ঘুরেফিরে আসে মনের জানালায়,……..
বর্ণ ভিজে যায়, ভিজে গেছে অসমাপ্ত ছবি,
খাপছাড়া হয়ে যায় কবিতার স্কেচ।
তবু অনুভব বেঁচে থাকে অসহায় বেহায়া নিঃশ্বাসে।
নীল ময়ূরের তৃষ্ণা মেটে না উদাসী প্রান্তরে,
রূপকথার সরণিতে পথ খুঁজে চলে…….
অন্য স্বর, অন্য সুরে,মেঘ-রোদ্দুরে মহুলের বনে।।