তুমি কে
বিপ্লব গোস্বামী ##
তুমি কে জানি না
দেখেছিলাম পাহাড়ী এক গাঁয়।
আজো তুমি
ভেসে ওঠো
মনের আয়নায়।
নীল শাড়ি
ছিল গায়
পায়েল বাঁধা এক পায়।
আজো তুমি ভেসে ওঠো
মনের
আয়নায়।
আরো
তোমার ছিল সাথী
সবার মুখে মিষ্টি হাসি।
সবার হাসি হলো বাসী
তোমার হাসি মন উদাসী।
তুমি কে
জানি না
হাত ভরা বালায়।
গলা ভরা গয়নায়।
আজো তুমি ভেসে ওঠো
মনের আয়নায়।