দাদু যখন
বদ্রীনাথ পাল ##
দাদু যখন রেগে ওঠেন, কাঁপে দালান ঘর–
চেনার সময় থাকে না তার আপন কেবা পর।
চাকর বাকর পালিয়ে বাঁচে,বাবাও পগার পার–
দেখার মতো হয় যে তখন আবস্থাটা মা-র।
পাড়ার লোকের রকম সকম তখন করুণ হয়–
হেঁচকি তুলে জ্ঞান হারা হয় পেয়ে দারুণ ভয়।
এক ছুটেতেই কেউ চলে যায় সোজা নদীর ধার–
যায় না দেখা সাতটি দিনেও টিকিখানি তার।
এবার বলি একটা কথা শোনো সবে ভাই–
দিদুর কিন্তু এসব দেখেও ভয় ডরটি নাই।
বরং দাদু দেখলে দিদুর পান খাওয়া সেই দাঁত-
প্রলাপ বকেন ভয়ে ভয়ে হয়েই কুপোকাৎ।