দোল
অঞ্জলি দে নন্দী ##
দোল খেলি রঙ মেখে অঙ্গে।
প্রিয় যত সঙ্গীর সঙ্গে।
রঙে সিক্ত কাপড়ে।
শ্রী কৃষ্ণ আর শ্রী রাধা
মেখেছিল প্রেম-রং দ্বাপরে।
ভেঙে সব বাধা।
তারা তো একই, মিলে আধা আধা।
হৃদয় তাদের একই সুরে সাধা।
আজও আমরা সবাই মিলে রং খেলি।
অনুরাগ পরশে স্বপ্ন আঁখি মেলি।
নব প্রেমের দৃষ্টিতে পলক ফেলি।
যুগে যুগে যুগে দোল আসে ফিরে ফিরে ফিরে।
বসন্ত রাজ করেন বিরাজ মুকুট পরে শিরে।
কতই না মিলনাশা এই হোলিকে ঘিরে।