নবজাতক
শ্যামলী গুহরায় ##
তার ছোট্ট মুঠিতে ধরা আছে
এক বিশ্ব আনন্দ—
পরম নির্ভরতায় সে হাত দুটি যখন
জড়িয়ে ধরে আমায়
তখন সহস্র প্রপাত যেন
গড়িয়ে নামে উপল খন্ডে
ভিজিয়ে দেয় মৃত্তিকার প্রতিটি স্তর
গলিয়ে দেয় জমাট হিমবাহ–
আনন্দ, তুমি সম্রাট হয়ে এসেছ
শিশুর প্রতি অঙ্গে-
তাই পরম মমতায় সে যখন
আমার বুকে আসে
আমি ভরে উঠি কানায় কানায়
আমার সারা দেহে মনে বেজে ওঠে জলতরঙ্গ
সেই পরম স্পর্শের করুণা ধারায়
আমি স্নাত,বিগলিত,পরিতৃপ্ত।।