নবরূপে ফেসবুক
পরিবর্তন এসেছে ফেসবুকে। নীল নেভিগেশন বার সংবলিত ফেসবুকের ক্লাসিক ডিজাইনটি আর নেই। বর্তমানে ফেসবুকের নতুন ডিজাইন চলে এসেছে।
নতুন ডিজাইন পাওয়ার পরও কয়েকদিন পুরনোটাতে সাময়িকভাবে ফিরে যাওয়া যাচ্ছিল। তবে সেপ্টেম্বর থেকে এ সুযোগও বন্ধ করে দেওয়া হয়েছে সকলের জন্যই।
গত বছর ফেসবুকের ডেভেলপার কনফারেন্সে নতুন ডিজাইন সম্পর্কে ঘোষণা করে এই সামাজিক যোগাযোগ মাধ্যমটি। প্রথম দিকে এই ডিজাইন ছাড়া হয় শুধু আইওএস ও অ্যান্ড্রয়েড অ্যাপে। এ বছরের মার্চে ডেস্কটপ ব্যবহারকারী সহ ব্যাপকভাবে এটি সবার জন্য উন্মুক্ত করা হয়। তখন থেকে ব্যবহাকারীরা চাইলে পুরনো বা নতুন যে কোনও ডিজাইন ব্যবহার করতে পারতেন। কিন্তু সেপ্টেম্বর থেকে পুরনো ডিজাইনটি চিরতরে মুছে দেওয়া হয়েছে। তবে গ্রাহকদের মধ্যে অনেকেই নতুন এই ডিজাইন নিয়ে পুরোপুরি সন্তুষ্ট নন, তাদের অভিযোগও লিপিবদ্ধ করছে ফেসবুক। সংস্থা জানিয়েছে এই নিয়ে এখনও কাজ চলছে, সকলের মতামতই তাদের কাছে গুরুত্বপুর্ণ তাই সেগুলি খতিয়ে দেখার পাশাপাশিই আধুনিকরণের কাজ চলবে।