নব পর্যায়ে ধারাপাত
নব রূপে সজ্জিত হয়ে ফের পথ চলা শুরু করল ধারাপাত। উত্তর ২৪ পরগনার হাবড়া এবং পার্শ্ববর্তী এলাকায় প্রাচীন সংবাদপত্র ধারাপাতের জনপ্রিয়তা এবং গুরুত্ব অনস্বীকার্য। প্রায় চল্লিশ বছর ধরে প্রকাশিত হচ্ছে ধারাপাত। প্রতিষ্ঠাতা সম্পাদক পুলিন কৃষ্ণ দাস। নানা ধরনের সাহসী এবং জনহিত খবরের জন্য ধারাপাতের সুনাম দীর্ঘদিনের। সম্পাদকের অসুস্থতার কারনে মাঝে বছর খানেক বিরতি। ফের শুরু হল ধারাপাতের চলা। নতুন ধারাপাতের সম্পাদক উদয় শঙ্কর দাস।
২০ সেপ্টেম্বর এক অনুষ্ঠানের মাধ্যমে প্রকাশিত হল ধারাপাতের নব পর্যায়ের নতুন সংখ্যা। প্রকাশ করলেন প্রবীণ সাংবাদিক তথা বিশিষ্ট লেখক পবিত্র কুমার মুখোপাধ্যায়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট সাহিত্যিক গবেষক জনেশচন্দ্র ভট্টাচার্য, সাংবাদিক দিলীপ রায়, পাঁচুগোপাল হাজরা, অমর চক্রবর্তী, পলাশ মুখোপাধ্যায়, লেখক প্রসূন বন্দ্যোপাধ্যায় সহ এক ঝাঁক বিশিষ্ট জনেরা। অনুষ্ঠানে ধারাপাতের নানা স্মৃতি এবং সামাজিক ভুমিকা নিয়ে বক্তব্য রাখেন সকলে।