নিঃস্ব
মোনালিসা পাহাড়ী, দাঁতন, পশ্চিম মেদিনীপুর
একফালি বারান্দা জানে শীতের রাত কত দীর্ঘ-
দেওয়ালে ঝোলানো পাখি আঁকা ঘড়িটাকে তাই সে সহ্যই করতে পারে না।
তবু সই পাতায় মাঝে মাঝে ইজিচেয়ার,
কানে কানে কতো কথা বলে।
হেলান দিয়ে বসা মানুষটাকে নির্জনে বারান্দা মাপতে চায় ঘুম না আসা রাতে।
হাহুতাশ করে লাল নীল ডুরে শাড়ি গুলোর জন্য-
এভাবেই নিঃস্ব হয়ে যায় প্রকান্ড শীতের ওম মাখা লেপ,
সুগন্ধি ফুলের সুবাসে ভরা জোছনা মাখা একফালি বারান্দা…