নিঃস্বার্থ গোলাপ
ইন্দ্রনীল মণ্ডল, খড়দহ, উত্তর ২৪ পরগনা
গোলাপের কোনো যত্ন নেই,
সৌখিনতা ছাড়া,
সৌখিনতা দেখতে বাগানে
লাগায় গোলাপ চারা;
ফুল ফোটে আর মুর্ছে যায়
আপন খোয়ালে,
মিশে যায় দিনের শেষে
কত গোলাপ জঞ্জালে;
বিশেষ দিনে কদর তোমার
হুরমুড়িয়ে বাড়ে,
তোমাকে নিবেদনে তাদের
ভালোবাসা ঝরে পড়ে ।
তোমার প্রতি নেই যত্ন,
নেই এতটুকুও ভালোবাসা;
রাংতা মুড়িয়ে,
তোমার নিবেদনের প্রত্যাশা।
দুই ভালোবাসা মেলাতে
তুমি প্রেম নিবেদনের ডালি,
নিঃস্বার্থ হয়ে রয়েছো তুমি
প্রতিবাদে নামছ না খালি।