নির্জন
জয়িতা চট্টোপাধ্যায় ##
এক রাস্তায় দেখে হাসবেই
চোখ বলেছিল ভালোবাসবেই
জেনেছি নীরব পথ চুপচাপ
তবু কোলাহল তুমি আসলেই
সন্ধ্যারা জানে একা আলো নেই
তুমি ভালো আছো, সে তো ভালো নেই
কিছু স্বপ্ন তবু অল্প অল্প
খুঁজেছি প্রদীপ তুমি জ্বালালেই।।
জয়িতা চট্টোপাধ্যায় ##
এক রাস্তায় দেখে হাসবেই
চোখ বলেছিল ভালোবাসবেই
জেনেছি নীরব পথ চুপচাপ
তবু কোলাহল তুমি আসলেই
সন্ধ্যারা জানে একা আলো নেই
তুমি ভালো আছো, সে তো ভালো নেই
কিছু স্বপ্ন তবু অল্প অল্প
খুঁজেছি প্রদীপ তুমি জ্বালালেই।।