নিষিদ্ধ প্রহরের ব্যাকরণ
আবদুস সালাম ##
পড়ন্ত রোদে মনে পড়ে এলাডিং বেলাডিং সই লো
কাদার ঘর বানিয়ে গেরস্ত গেরস্ত সাজা
লম্ফুর আলোয় খুঁজে ফিরি ছায়ামাখা জনপদ
গল্পের ভিতর নীল হয়ে আসছে ঘুম অবচেতন মনে খুঁজে চলেছি অদৃশ্য পথ অদৃশ্য যন্ত্রণায় ঘুমেরা নেমে আসছে পৃথিবীতে
আশ্রয় খুঁজে চলেছি প্রতিদিন
অদৃশ্য পথ আগলে বসে আছে ঈশ্বর স্বয়ংক্রিয় ভগবান প্রতিবেশীর সাথে যুদ্ধ দেখতে ভালোবাসে
অসত্যের বৃষ্টিতে ভিজে যায় রহস্যময় উঠোন
অবচেতনে ভাঙ্গা আয়নায় দেখি পরান্মুখতার সংবিধান
টানাপোড়েন চলে আত্মজাগরণের মাঠে
উপলব্ধির বাগানে চুমু খায় ভবিষ্যৎ মানবতার ব্যাকরণ খুঁজি নিষিদ্ধ প্রহরে
মায়াব্যাঞ্জনায় ধুয়ে যায় সম্মোহন
আমরা জেগে থাকি—–