নীল ইচ্ছের মায়া পেরিয়ে
খুকু ভূঞ্যা, সবং, পশ্চিম মেদিনীপুর ##
নষ্ট মনের পাশে খুব বেশি দাঁড়াতে নেই
ধুলো খেতে পারি আমিও।
ছিটকে আসা কালো কাদায় ঢেকে যেতে পারে আঁচল, বুক
আমারও মরণে ভয়—!
কলতলায় জল পড়ার শব্দ পেলে বেড়ে যায় তৃষ্ণা
মাটির কলসে জমা হয় নীল ইচ্ছের মায়া
তখন ছটফট যমুনার ভেতর আমার রাধা অস্থির
আগুন ছুঁতে চায় দুরন্ত মোহনা।
মূহুর্তেই মন বদলে যায়
ভেঙে ফেলতে পারে বাঁধ,
আগুন বাড়লেই আমি সারদা পড়ি, রামকৃষ্ণ পড়ি
পতনমুখ বন্ধ হয়ে একটা ঝুরি নেমে আসে,
প্রাণ পেরিয়ে চলে যায় প্রাণের অতলে
বিশুদ্ধ মাটির মতো শুয়ে থাকি, অক্ষর নির্জন–