নৈকট্য
দেবাশিস হালদার, বিড়া, উত্তর ২৪ পরগনা
তরুণ বৃক্ষের মতো সবুজ ছিলো সংসার
ভালোবাসার মাটিতে সম্পর্কের শিকড় সুদূরপ্রসারী
স্বপ্নের বাতাস ছুঁয়ে যেত অনাবিল মাদকতায়
অনুভূতির উষ্ণ আলোয় ভিজে যেত শরীর।
তারপর কখন যেন জীবন নামক প্রবাহে
একটু একটু করে ভেসে গেলাম দূরে
আলগা হয়ে যেতে লাগলো মাটির আলিঙ্গন
সংসারটা যেন একটা ধূসর মরা গাছ
মনে হতো এবার দাবানল লাগলে বাঁচি।
গত তিনদিন তুমি হাসপাতালে ভর্তি
বুঝতে পারলাম কোথাও ভেসে যাইনি কেউ
এই অনর্থক দূরত্বের মধ্যেই রয়েছে
নৈকট্যের ঘনিষ্ঠ টান,
ওই ঝগড়াটুকুই সম্পর্কের প্রাণ।