নৌবাহী প্রবাহের দিকে
রূপায়ণ ঘোষ, শান্তিনিকেতন, বীরভূম
উৎসর্গ: সুশান্ত সিং রাজপুত
পৃথিবীতে রোজ রোজ কিছু ভুল আসে
কিছু অতলস্পর্শী জ্যোৎস্না,
রাতচরা পাখিদের ঢল…
এখানে রোজ কিছু অপমান আসে
জেগে থাকে, মায়াবী খোলস আর মুখোশের সারি
কোনও কোনও কুহকী ফাটলে বিষ থাকে
থাকে স্তব্ধ দংশন-
তবু অপার মণিকোষ জ্বলে হৃদয়ে হৃদয়ে,
অকৃপণ বাঁশির কাছে সমস্ত রাগ এসে ধরা দেয়…
পৃথিবীতে প্রতিদিন কিছু ঢেউ আসে
সেসব পরাজয় কিংবা বিজয়ের নয়, জীবন অথবা মৃত্যুর নয়-
এখানে এই উন্মাদ দম্ভের আড়ালে
কিছু ঢেউ আসে, নিগূঢ় আঁধার সরিয়ে ভেসে বেড়াবে বলে…