পবিত্র প্রাণ যীশু মহান

   বসন্ত পরামাণিক, নোদাখালী, দঃ ২৪ পরগণা ##

বেথলেহেমের আস্তাবলে জন্মেছিলেন যিনি,

সবার মনের মণিকোঠায় আজো আছেন তিনি।

পবিত্র এক প্রাণের প্রতীক সেদিনের সেই শিশু,

তিনিই সবার পরম প্রিয় মহান খ্রিষ্ট যীশু।

ব্যথীর ব্যথা ভুলিয়ে দিয়ে সবহারাদের প্রাণে-

তাঁর পরশই আঁধার মাঝে আলোক জ্বেলে আনে।

কলঙক সব হয় জানি দূর পবিত্রতার ছোঁয়ায়,

পবিত্র তাঁর রক্তে জানি পাপের কালি ধোয়ায়।

পাপীতাপীর বন্ধু তিনি সব অনাথের নাথ,

সবার মাথার উপর রাখেন আশীর্বাদের হাত।

 চিরদিনের হৃদয়পুরের রাজার রাজা হয়ে,

ছিলেন, আছেন, থাকবেন ঠিক সবার দুঃসময়ে।

মস্তকে তাঁর কাঁটার মুকুট, গায়ে পেরেক গাঁথা,

এই পৃথিবীর মুক্তিদাতা, তিনিই পরিত্রাতা।

শত আঘাত সয়ে তিনি ক্রুশে দিলেন প্রাণ,

তাঁর রক্তে স্নাত হয়ে বিশ্ব পেল ত্রাণ ।

ঈশ্বরেরই পুত্র তিনি চিরসত্যের দিশা,

তাঁর ছোঁয়াতেই ভুবন জুড়ে কাটল আঁধার নিশা।

তাইতো আজো খ্রিষ্ট যীশুর কোমল দুটি পায়,

মোহের বাঁধন ছিন্ন করে বিশ্বটা লুটায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

10 + nineteen =