প্রতিশ্রুতিটা ‘প্রতিশ্রুতিই’ রবে
শুভজিৎ দে
এক শ্রেণী বিরিয়ানি দেয় জিভে,,
অন্য শ্রেণী ক্ষুধায় মেটায় খিদে।।
এক শ্রেণী বসতবাড়ি ফুটপাতে-তে।।
অন্য শ্রেণী লংড্রাইভ দামী গাড়িতে ।।
এক শ্রেণী ছেঁড়া জিন্স অভিজাতে,,
অন্য শ্রেণী পাঁজর দেখায় দুঃখাভাবে।।
দুই শ্রেণী বাস করে এই একই বিশ্বে।।
তাও তাদের মধ্যে হাজার পার্থক্য মিলিবে।।
দুই শ্রেণী একই জাতি।।
তা হলো মনুষ্য জাতি।।
এক শ্রেণী গুছিয়ে নেয় নিজেরটা,,
অন্য শ্রেণী মিটাতে পারেনা দুঃখাভাবটা।।
‘অভাবটা’ অভাবই চির রবে,,
প্রতিশ্রুতিটা ‘প্রতিশ্রুতিই’ হয়েই রবে।।
মিলিবে না জল, বিদ্যুৎ, ঘর।
তা ভোট শেষ হয়ে যাবার পর ।