প্রাগৈতিহাসিক যাত্রা
কৌস্তভ রায়, লিলুয়া, হাওড়া
ট্রেন পেরোচ্ছে অন্ধকার টানেল।
তার জানলা কাঁচে জমে আছে,
তুষারযুগের নীলচে বরফ।
প্রাচীন এক ঠান্ডা ধোঁয়া,
বেরোচ্ছে তার চিমনি দিয়ে।
তার সারা শরীরে আঁকা আছে হায়ারোগ্লিফিক।
আর দূরে সবুজ রঙের একটা স্টেশনে দাঁড়িয়ে,
সেই ট্রেনের অপেক্ষা করছে একদল মানুষ।
এই ট্রেন মানুষ কে অতীতে ফিরিয়ে নিয়ে যায়।