ফাগের রঙে
বদ্রীনাথ পাল ##
শীত বুড়িটা যেই পালালো,
গাছের শাখে শাখে-
নতুন পাতায়, ফুলে ফুলে
ফাগুন ছবি আঁকে।
পলাশ হলো রঙে রঙিন,
কৃষ্ণচূড়া বনে-
রঙ ছড়িয়ে তুললো তুফান
সবুজ সতেজ মনে।
চাঁদনী রাতে মহুয়া ফুলের
গন্ধে বাতাস ভারী-
ভোরের বেলা ডাকছে কোকিল
সুরটি আহামরি।
আমের শাখায় মঞ্জরীরা
মাতলো কলরবে-
জুটলো এসে মধুর লোভে
মৌমাছিরা হবে।
হাসছে আকাশ, হাসছে বাতাস
ফাগুন আগমনে-
ফাগের রঙে রঙ লেগেছে
আকাশ, মাটি, বনে।