বরুণ বিশ্বাস স্মরণে

বটু কৃষ্ণ হালদার

 

রোজকার মত স্কুলের শেষে ট্রেন ধরে ঘরে ফেরা

স্টেশনে নামতেই, হঠাৎ সজোরে একটা বুলেটের শব্দে সব শেষ

স্টেশনের এক কোণে লুকিয়ে ছিল কাপুরুষ, স্বার্থlন্বেষী হায়নার দল……….

তুমি ছিলে সবার প্রিয় সুটিয়ার মাস্টার মশাই

আছে বাজারের ব্যস্ততা, রাস্তা ঘাট, জন কোলাহল, আছে দূষিত বায়ু, নেকড়ে হায়নার দল

নেই প্রতিবাদ, সাহসী, নির্ভীকদের অদম্য উচ্ছ্বাস

সুসভ্য সমাজের অর্জুনরা আজ নির্বাক, দুর্বল মনোবল

আজ শুধু তুমি নেই মাস্টার মশাই

কি ছিল তোমার অপরাধ জিজ্ঞাসিছে  বিদ্বজনে?

দুঃস্থ, অসহায় দীন, দিশাহীনদের আশার আলো

কত শত অসহায় কুমারী, নারী নির্ভয়ে, নীরবে

কাটিয়েছে কতিপয় রাত……

নির্ভীক, দৃঢ়, স্বাধীনচেতা মনোবলে ভয় পেয়েছিল, কাপুরুষ, কষাইয়ের দল

তুমি আজ নেই লেখনী তে,কবিতা কিংবা গানে

তোমায় নিয়ে  হয় নি আলোচনা, সম্প্রচার চুলচেরা বিশ্লেষণ দূরদর্শনে

তুমি রয়ে গেছো কতিপয় হৃদয়ের আত্ম সংগোপনে

অসহায়, সম্বলহীন পিতা, মাতার আজও অশ্রুধারায় ভিজে যায় সুটিয়ার মাটি

দুয়ারে দাঁড়িয়ে আজও গভীর নিঃসঙ্গতায় হাঁতড়ে বেড়ায় স্মৃতি

তোমার শহীদ বেদীতে নিভূ নিভূ দীপ জ্বলে বিষন্নতার সাঁঝে

তুমি আজ  ও বেঁচে আছো ওই মুখোশধারি সমাজে কতিপয় হৃদয়ের মাঝে………

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

sixteen − seven =