বর্ষা এলো
প্রহাণ মুখোপাধ্যায়, কলকাতা, (বয়স ১০) ##
সকাল থেকে ঝিপিরঝিপির টিপটিপানি শুরু,
মাঝে মাঝে মেঘের গুমোর ভাঙছে গুরুগুরু।
তাকিয়ে দেখি আকাশ জুড়ে রূপোর মত মুখ,
‘বর্ষা এল! বর্ষা এল!’ মনে ভরলো সুখ।
##
বাতাস দেখো সুখের চোটে করছে ছুটোছুটি,
পুকুর ধারে ব্যাঙরা দেখি করছে লুটোপুটি।
এসব দেখে ময়ূর দাদা ধরল খুশির নাচ,
বাড়ির পাশে জলায় দেখি পদ্ম ফুটলো পাঁচ।
##
নদী-নালা, পুকুর-ডোবা, সবাই পেল বল,
জলের চটে হঠাৎ করে করছে টলমল!
বর্ষা এল! বর্ষা এল! সবাই জুড়ল গান
গরম এবার নরম হল, জুড়ালো সবার প্রাণ।
Khub bhalo
Keep it up
ওকে
তুমি এমন লিখবে বলেই বর্ষা এল। এই লেখাটা আগের টার চেয়ে আরও পরিণত ও সুন্দর হয়েছে।
ধন্যবাদ পিসি। বর্ষা তো লেখার আগেই এসেছে। ওটা দেখেই তো আমি উৎসাহ পেলাম।