বসন্ত

 মাথুর দাস, দুর্গাপুর, পশ্চিম বর্ধমান ##

মার্চে  যখন মরচে  পড়া দিন 

শীত শীতলও হয়েছে বিলীন 

কুয়াশা-চাদর ক্রমেই উদাসীন —

বললো  সবাই, বসন্ত  রঙ্গীন ! 

বইছে  সবে মন্দ মধুর  হাওয়া 

করছে শুরু কোকিল যে গান গাওয়া

প্রেমের সুর কন্ঠে আসা যাওয়া —

ভাবলো হৃদয়, এইতো পরম পাওয়া !

পলাশ শিমূল  লজ্জা পেল আজ 

চারদিকে তো  রক্ত ঝরার সাজ  

হোলির রঙে সেই ‘করোনা’-ঝাঁঝ —

বসন্তে এই  পড়লো প্রথম বাজ !

কৃষ্ণ রাধা  থাকুক মনে মনে

অভিসার সাজ  মিলাক সঙ্গোপনে               

বিরহ-সুর বাজে মিলন ক্ষণে —

দুঃখ প্রথম জাগলো যে আজ মনে । 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

sixteen + fifteen =