বার্ধক্য

বিশ্বজিৎ রায় ##

পঞ্চাশ বছরের  ঘুণধরা সেই খাট,

কিছু অস্পষ্ট অ্যালবাম ছবি-

সবটাই পুরণো,

আরো রয়েছে কিছু বই , বার্ধক্যের অপটুতায়-

এদিক ওদিকে অযত্নে ছড়ানো।

সামনেই রয়েছে একফালি সবুজ গালিচা,

বাতাসেও রয়েছে কিছু  স্মৃতি-

ঈগল মস্তিকে নয়, রুদ্ধ মস্তিকে,

চঞ্চল যৌবনের  আবছায়া রোমাঞ্চ

দেখা দেয় ইতিউতি।

নেই সেই মনের প্রলুব্ধতা,

 কল্পনাও অতি দূর্মতি।

তবে কী আমি রুদ্ধ ? পাবো না উদ্দ্যাম  বারতা ?

এসো হে ইউলিসিস, এসো হে অ্যাঞ্জেলো-

দীপ্তশিখা জ্বালাও অন্তরে

ভেঙে দাও মনের স্থবিরতা।

পথ চেয়ে থাকি আমি তোমারই প্রতিক্ষায়-

মনের বার্ধক্য , না আসে যেন- 

দেহের দীণতায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

17 + 8 =