বুড়ো ভাম
বদ্রীনাথ পাল ##
আমাদের ইস্কুলে ভূগোলের স্যার–
অম্বুলে চিররুগী হরি চোঙদার।
কুতকুতে চোখ দুটো, পেট যেন ঢাক–
গলার আওয়াজে চালে বসতো না কাক।
টাক মাথা, গোনাগুনি ছিল ক’টা চুল–
তবু তাতে তেল দিতে হতো না তো ভুল।
বাংলার পাঁচ যেন মুখ সারা’খন–
হজমের বড়ি গিলে কাটাতো জীবন।
মেজাজটা ক্ষ্যাপা ষাঁড়, করে গাঁক্ গাঁক্-
অভ্যাস ছিল তার মোচড়ানো নাক।
পরনের খাটো ধুতি, সে ও তেল চিট-
তবু তার মুখে বুলি “আমি বড়ো ‘ফিট’।
পড়া হোক্, বা না হোক্, কিল মারা চাই–
ছাত্রের খাঁচা ছাড়া হতো প্রাণটাই।
সবে মিলে তাই তার দিয়েছিল নাম-
রাতচোরা কাল পেঁচা আর বুড়ো ভাম।