বৈশাখ আসে
হাসান ইবরাহীম, সদর ফেনী, বাংলাদেশ ##
বৈশাখ এলে ধরার বুকে
পাকে নানান ফল
সারা বাগান চষে বেড়ায়
শিশু কিশোর দল৷
বৈশাখ আসে বাংলা জুড়ে,
পাকে গাছে আম
ছোট্ট বড় কাঁঠাল পাকে
পাকে গাছে জাম৷
নানান ফলে যায় ভরে যায়
আমার সোনার দেশ
বৈশাখ শেষেও মুখের থেকে
যায় না ফলের রেশ৷