ব্যর্থ অভিসার

বিশ্বজিৎ রায় ##

অদ্ভূত ভাবনাগুলো সব অক্টোপাসের মত থাকে ঘিরে –

কল্পনা নয়, শান্তি নয়, নয় কোনও বিরহ তাপিত ব্যর্থ প্রেমিকের গান,

অমবস্যার তিমিরের মত অভেদ্য তারা;

বাধা নেই, উদ্বেল, অনাতাপিত,

কালচক্রে আজও অক্ষত তারা , তারা আজও বহমান।

এককোষীর জন্মলগ্ন থেকে চলেছে অভিসারে

পুবে, পশ্চিমে, উত্তরে, দক্ষিণে-দিকদিগন্তে

সুদূর উত্তরমেরু থেকে দক্ষিণমেরুর প্রান্তরে প্রান্তরে।

আমি দেখিয়াছি জনতার কোলাহল, দেখিয়াছি বদ্ধ গলি,

মিশিয়াছি বিদিশার হুল্লোড়ে, ধুম্রের কুন্ডলী,

‘কাশ ঢাকা ইমারত, পিশাচের জয়,

পাইয়াছি শরীরের স্বাদ, দেখিয়াছি পাশাপাশি-

আত্মারও ক্ষয়।

রাখিনি কি মাথা শ্রেয়সীর কোলে ? পারি নি কি হাত ধরিতে ?

পারি নি কি সহজ হতে ? সহজ লোকের মতন পথ চলিতে ?

তারা বলেছিল : “এ তোমার ভুল, শুধুই মনের অনুরণন “,

পারি না এড়িয়ে যেতে যে আমি –

চলে সে নক্ষত্রদোষে পাশে পাশে আমারই :

নিঃশব্দে, ছায়ার মতন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fifteen − 13 =